মজার তথ্যঃ গুগল

Comments · 141 Views

গুগল সম্পর্কে কিছু অজানা ও মজার তথ্য

গুগল নামের ইতিহাস অনেকেই জানেন। ১-এর পেছনে ১০০ টি শূন্য বসালে যে সংখ্যা হয় তাকে Googol বলে, এই Googol শব্দটিই লেখার সময় ভুল বানানের কারণে হয়ে যায় Google, যা আর পাল্টানো হয়নি। এ তথ্যটি জানলেও অনেকে যা জানেন না তা হচ্ছে, শুরুতে সার্চ ইঞ্জিনটির নাম ছিল ব্যাকরাব। চলুন গুগল সম্পর্কে মজার ও অজানা কিছু তথ্য জেনে নিই-

 

 

১) এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ব্যবহারকারীর সার্চ কোয়েরির উত্তর দেওয়ার আগে প্রায় ২০০ টি বিষয় বিবেচনা করে। 

 

 

 

 

 

২) গুগল বানানটির সম্ভাব্য যত রকমের ভুল হতে পারে তার সবগুলো দিয়েই ডোমেইন নাম কিনে রেখেছে গুগল। এ রকম কয়েকটি নাম হচ্ছেঃ Gooogle. com, Gogle.com, Googlr.com ইত্যাদি। এ ছাড়া 466453.com ধরনের আরো অনেক অদ্ভুত নামও নিবন্ধন করে রেখেছে গুগল। 

 

 

৩) প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে গুগল সার্চ করা হয় ২০ লাখেরও বেশি। 

 

 

Comments